Header Ads

ad

39th BCS Bangladesh Affairs Written (Special)


১. শিশুমৃত্যু হার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এ্যাওয়ার্ড অর্জন করেছেন ?

ক) Planet 50 - 50
➧খ) এমডিজি এ্যাওয়ার্ড - ২০১০
গ) জাতিসংঘ শান্তি পুরস্খার
ঘ) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী

২. কোর বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে “রাজনীতির কবি”(Poet of Politics) উপাধি দিয়েছিলেন ?

ক) দি ইকনমিষ্ট
খ) টাইম
গ) গার্ডিয়ান
➧ঘ) নিউজ উইক্স

৩. প্রতাপ আদিত্য কে ছিলেন ?

➧ক) রাজপুত রাজা
থ) বাংলার শাসক
গ) মোঘল সেনাপতি
ঘ) বাংলার বারোভূইয়াদের একজন

৪. বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার নূন্যতম বয়স কত ?

➧ক) ২৫ বছর
খ) ২০ বছর
গ) ৩০ বছর
ঘ) ৩৫ বছর

৫. মুক্তিযুদ্ধের সময় নৌকমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে ?

ক) ১১ নং সেক্টর
খ) ৮ নং সেক্টর
গ) ৯ নং সেক্টর
➧ঘ) ১০ নং সেক্টর

৬. জতিসংঘের ‘Champion of the Earth’ খেতাব প্রাপ্ত কে ?

ক) থেরেসা মে
খ) এন্জেলা মার্কেল
➧গ) শেখ হাসিনা
ঘ) হিলারী ক্লীন্টন

৭. বাংলাদেশের জিডিপিতে (GDP) কৃষি খাতের (ফসল, বন, প্রাণী সম্পদ, মৎসসহ) অবদান কত শতাংশ ?

ক) ১৬ শতাংশ
খ) ১২ শতাংশ
গ) ১৮ শতাংশ
➧ঘ) ১৪.৭৯ শতাংশ

৮. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেয় কে ?

ক) জাতীয় সংসদ
খ) প্রধানমন্ত্রী
গ) স্পীকার
➧ঘ) রাষ্ট্রপতি

৯. মুজিনগর সরকার কখন গঠিত হয় ?

➧ক) ১০ ই এপ্রিল, ১৯৭১
খ) ১৪ ই এপ্রিল, ১৯৭১
গ) ১৭ ই এপ্রিল, ১৯৭১
ঘ) ১২ ই এপ্রিল, ১৯৭১

১০. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে ?

ক) ৮ টি
খ) ৫ টি
গ) ৬ টি
➧ঘ) ৭ টি

১১. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে ?

ক) ১৯১২ সালে
খ) ১৯০৮ সালে
গ) ১৯০৯ সালে
➧ঘ) ১৯১১ সালে

১২. প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কতৃত্বে প্রযুক্ত হয় ?

ক) রাষ্ট্রপতি
খ) মন্ত্রী
গ) সচিব
➧ঘ) প্রধানমন্ত্রী

১৩. বাংলাদেশের ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্ধ আছে ?

➧ক) ১৭৩,০০০ কোটি টাকা
খ) ১৭০,০০০ কোটি টাকা
গ) ১৭১,০০০ কোটি টাকা
ঘ) ১৭২,০০০ কোটি টাকা

১৪. পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?

ক) জুন ২৪, ১৭৫৭
➧খ) জুন ২৩, ১৭৫৭
গ) জুন ২৫, ১৭৫৭
ঘ) জুন ২২, ১৭৫৭

১৫. বাংলাদেশের ২০১৮-২০১৯ অর্থ বছরে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত ?

ক) ৮.০০ শতাংশ
খ) ৭.২৮ শতাংশ
গ) ৭.৬৫ শতাংশ
➧ঘ) ৭.৮০ শতাংশ

১৬. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে ?

ক) অনুচ্ছেদ ২৪
খ) অনুচ্ছেদ ২১
➧গ) অনুচ্ছেদ ২২
ঘ) অনুচ্ছেদ ২৩

No comments