Header Ads

ad

39th BCS Bengali Written (Special)


১. কোন শব্দযুগলটি ভিন্ন?

ক) ‍ Sharp, Blunt
➽খ) Love, Affection
গ) Abundance, Scarcity
ঘ) False, True

২. "Hand Out" শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে :-

ক) জ্ঞাপনপত্র
খ) তথ্যপত্র
➽গ) প্রচারপত্র
ঘ) হস্তপত্র

৩. ল্যাফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজী বানান কোনটি ?

ক) Leaftenant
খ) Leiftenant
➽গ) Lieutenant
ঘ) Lieaftenant

৪. বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে ?

ক) নাম-পদ
খ) মৌলিক শব্দ
গ) কৃষস্ত শব্দ
➽ঘ) প্রাতিপদিক

৫. তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি ?

ক) বারুই
খ) পান-ব্যবসায়ী
গ) পর্ণকার
➽ঘ) তামসিক

৬. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশী দেখা যায় ?

ক) বিশেষণ ও ক্রিয়া
খ) বিশেষ্য ও বিশেষণ
➽গ) ক্রিয়া ও সর্বনাম
ঘ) বিশেষ্য ও ক্রিয়া

৭. ”জীবন থেকে নেয়া” চলচ্চিত্রটির পরিচালক কে ?

ক) আলগীর
➽খ) জহির রায়হান
গ) সুভাষ দত্ত
ঘ) আমজাদ হোসেন

৮. “বাধঁন হারা” কাজী নজরুল ইসলামের কোন ধরণের উপন্যাস ?

➽ক) উপন্যাস
খ) নাটক
গ) কবিতা
ঘ) ভ্রমণ কাহিনী

৯. “দুরবস্থা” শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে নীচের কোনটি পাওয়া যায় ?

ক) দূর + বস্থা
খ) দুর + বস্থা
গ) দুর + অবস্থা
➽ঘ) দুঃ + অবস্থা

১০. “আগুন” িএর সমার্থক শব্দ কোনটি ?

➽ক) অনল
খ) অংশু
গ) জ্যেতি
ঘ) ভাতি

১১. জীবনানন্দ দাশকে  “নির্জনতম কবি”  বলে আখ্যাযিত করেছেন কে ?

➽ক) বুদ্ধদেব বসু
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) সৈয়দ শামসুল হক
ঘ) বিষ্ণু দে

১২. “বেদান্ত গ্রন্থ” ও “বেদান্ত সার” কার রচনা ?

ক) গোলকনাথ শর্মা
খ) রামরাম বসু
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
➽ঘ) রাজা রামমোহন রায়

১৩. ”সরল” শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি ?

➽ক) গরল
খ) কুটিল
গ) জটিল
ঘ) বক্র

১৪. কোনটি অপাদান কারক ?

ক) জিজ্ঞাসিব জনে জনে
➽খ) ট্রেন ষ্টেশন ছেড়েছে
গ) বনে বাঘ আছে
ঘ) গৃহহীনে গৃহ দাও

১৫. বেগম রোকেয়া শাখাওয়াত হোসনে রচিত গ্রন্থ কোনটি ?

ক) পদ্মাবতী
খ) পদ্মগোখরা
➽গ) পদ্মরাগ
ঘ) পদ্মমণি

১৬. মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে :-

ক) আলালের ঘরের দুলার
খ) হুতোম প্যাঁচার নকসা
গ) কলিকাতা কমলালয়
➽ঘ) গাজী মিয়াঁর বস্তানী

১৭. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে ?

ক) আষাঢ়
➽খ) আঘাটা
গ) আয়না
ঘ) আনন

১৮. ”খনার বচন”- এর মূলভাব কি ?

ক) শুদ্ধ জীবনযাবন রীতি
➽খ) সামাজিক মূল্যবোধ
গ) রাষ্ট্র পরিচালনা নীতি
ঘ) লৌকিক প্রণয়সঙ্গীত

১৯. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস “আগুনের পরশমণি” কার লেখা ?

➽ক) হুমায়ুন আহমেদ
খ) শওকত ওসমান
গ) সৈয়দ শামসুল হক
ঘ) আমজাদ হোসেন

২০. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত ?

➽ক) উপভোগ
খ) উপগ্রহ
গ) উপসাগর 
ঘ) উপনেতা

২১. “তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!” বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যাবহৃত হয়েছে ?

ক) অনুকার অব্যয়
খ) পদান্বয়ী অব্যয়
গ) অনুসর্গ অব্যয়
➽ঘ) অনন্বয়ী অব্যয়

২২. নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি ?
      Finger : Hand :: Leaf :

➽ক) Twig
খ) Tree
গ) Branch
ঘ) Flower

২৩. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ ?

ক) দোতলা
খ) আশীবিষ
➽গ) কানাকানি
ঘ) অজানা

২৪. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে :-

ক) জামাই বারিক
খ) বিবাহ - বিভ্রাট
গ) হিতে বিপরীত
➽ঘ) বৈকুন্ঠের খাতা

২৫. Cozy Bear এফটি কি ?

➽ক) হ্যাকার গ্রুপ
খ) বিনোদন কেন্দ্র
গ) নদী
ঘ) চুক্তি

২৬. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয় ?

ক) করেছি
খ) করছি
➽গ) করব
ঘ) করছিলাম

No comments