28th BCS Bengali Written
বিষয় কোড : ০০২
নির্ধারিত সময়- ৩ ঘন্টা; পূর্ণমান- ১০০
১. যে কোনাে একটি বিষয়ে রচনা লিখুন: -৪০
ক. সাহিত্য আদর্শবাদ ও বস্তুবাদ
খ. সুশাসনে নাগরিক সমাজের ভূমিকা
গ. পার্বত্য শান্তি চুক্তি।
ঘ. শিল্পীর স্বাধীনতা
ঙ. আলস্যের আনন্দ।
২. বন্ধনীর মধ্যে উল্লিখিত সংকেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ রচনা করুন: -৪০
ক. সাহিত্যের নাগরিকতা ও আধুনিকতা:
(সাহিত্য,
নাগরিকতা ও আধুনিকতার সংজ্ঞা ও লক্ষণ;
বাংলা সাহিত্যে-নাগরিক জীবনের উন্মেষ ও বিকাশ,
কালগত ও বিষয়গত আধুনিকতা;
বাংলা সাহিত্যে যথার্থ আধুনিক মননের প্রতিফলন,
বাংলাদেশের সমকালীন সাহিত্যে নগর-জীবন ও
আধুনিক ভাবধারার প্রভাব।)
খ. সাহিত্য ও গণমাধ্যম:
(সাহিত্যের প্রতিফলনে গণমাধ্যমের সহায়ক ভূমিকা।)
গ. সংবাদপত্রের স্বাধীনতা:
(সংবাদপত্রের উদ্ভব ও বিকাশের রেখাচিত্র,
গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় সংবাদপত্রের ভূমিকা;
রাজনৈতিক ও সামরিক বেসামরিক আমলাতন্ত্রের সমালােচকরূপে সংবাদপত্রের অপরিহার্যতা ও অবদান,
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্বের ও পরের ভূমিকা,
শিল্পপতি ও ব্যবসায়ীদের মালিকানাধীন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণে রাষ্ট্রের ও সরকারের করণীয়
ইত্যাদি ।)
৩. যে কোনাে একটি বিষয়ে পত্র লিখুন: -২০
ক. ব্যবসায়ে মূলধন বিনিয়ােগের বিষয়ে একটি চুক্তিপত্র রচনা করুন।
খ. ক্যান্টনমেন্টের অভ্যন্তরের সড়ক ব্যবহারের অনুমতি প্রার্থনা করে প্রতিরক্ষা
সচিবের কাছে একটি স্মারকলিপি
রচনা করুন।
গ. আমদানি ও রপ্তানি ব্যবসায় বিশেষ কর সুবিধা প্রদানের যৌক্তিকতা ও দাবি
জানিয়ে জাতীয় রাজস্ব বাের্ডকে
একটি চিঠি লিখুন।

Post a Comment