39th BCS Mathematics Written (Special)
১. যদি, ৯✕৭ = ৩৫৪৫ এবং ৪✕৩ = ১৫২০ হয় ৬✕৮ = ?
ক) ৫০৪০
➽খ) ৪০৩০
গ) ৬০৫০
ঘ) ৩০৪০
২. একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হল । দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
ক) 162 টাকা
খ) 198 টাকা
➽গ) 200 টাকা
ঘ) 210 টাকা
৩. C = { x: x ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং x2<18 }; C সেটের উপাদানগুলি হবে -
ক) 1,2,3,5
খ) 1,3,5,7
গ) 2,4,6,8
➽ঘ) 1,2,3,4
৪. ০.৪✕০.০২✕০.০৮ = ?
ক) ৬.৪০০০০
খ) ০.৬৪০০০
গ) ০.০৬৪০০
➽ঘ) ০.০০০৬৪
৫. |1-2x|<1 এর সমাধান -
ক) -2<x<1
➽খ) -1<x<0
গ) 0<x<1
ঘ) -1<x<1
৬. ঘরিতে যখন ৮টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাটাঁর মধ্যবর্তী কোন কত ডিগ্রী ?
ক) ৯০°
খ) ৯৫°
গ) ১০৫°
ঘ) ১১০°
সঠিক উত্তর নেই । ১২০°
৭. দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের ল.সা.গু 140 হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত ?
ক) 12
খ) 6
গ) 9
➽ঘ) 4
৮. বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত ?
➽ক) 10 টাকা
খ) 11 টাকা
গ) 11.5 টাকা
ঘ) 12 টাকা
৯. nC12 = nC6 হলে n-এর মান কত ?
ক) 12
খ) 14
গ) 16
➽ঘ) 18
১০. একজন লোক A অবস্থান থেকে হেটেঁ ডানদিকে ১০ ফুট, অত:পর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌছিল । A ও B এর মধ্যকার দুরত্ব কত ফুট ?
ক) ৪০ ফুট
➽খ) ১০ ফুট
গ) ২০ ফুট
ঘ) ৩০ ফুট
১১. নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
ক) ৮৭
খ) ৯১
গ) ১৪৩
➽ঘ) ৪৭
১২. নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম ?
ক) ৮/১৪
খ) ৩/৫
➽গ) ৫/৮
ঘ) ৬/১১
১৩. যদি 2✕3 = 812, 4✕5 = 1620 হয় তবে 6✕7 = ?
ক) 2442
খ) 42
গ) 1214
➽ঘ) 2428
১৪. 1/√2, 1, √2 ---- ধারাটির কোন পদ 8√2 হবে ?
➽ক) ৯ তম পদ
খ) ১০ তম পদ
গ) ১১ তম পদ
ঘ) ১২ তম পদ
১৫. 2x2+5x+3 < 0 এর সমাধান কোনটি ?
➽ক) -3/2 < x < -1
খ) -3/2 < x < 1
গ) -3/2 ≤ x ≤ 1
ঘ) -3/2 < x ≤ -1
১৬. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সে.মি এবং প্রস্থ 10 সে.মি । আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সে.মি করা হল । আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে ?
ক) 7.3 সে.মি
খ) 7 সে.মি
গ) 7.1 সে.মি
➽ঘ) 7.2 সে.মি
১৮. 125(√5)2x = 1 হলে X এর মান কত ?
ক) 3
➽খ) -3
গ) 7
ঘ) 9
ক) 1,2,3,5
খ) 1,3,5,7
গ) 2,4,6,8
➽ঘ) 1,2,3,4
৪. ০.৪✕০.০২✕০.০৮ = ?
ক) ৬.৪০০০০
খ) ০.৬৪০০০
গ) ০.০৬৪০০
➽ঘ) ০.০০০৬৪
৫. |1-2x|<1 এর সমাধান -
ক) -2<x<1
➽খ) -1<x<0
গ) 0<x<1
ঘ) -1<x<1
৬. ঘরিতে যখন ৮টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাটাঁর মধ্যবর্তী কোন কত ডিগ্রী ?
ক) ৯০°
খ) ৯৫°
গ) ১০৫°
ঘ) ১১০°
সঠিক উত্তর নেই । ১২০°
৭. দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের ল.সা.গু 140 হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত ?
ক) 12
খ) 6
গ) 9
➽ঘ) 4
৮. বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত ?
➽ক) 10 টাকা
খ) 11 টাকা
গ) 11.5 টাকা
ঘ) 12 টাকা
৯. nC12 = nC6 হলে n-এর মান কত ?
ক) 12
খ) 14
গ) 16
➽ঘ) 18
১০. একজন লোক A অবস্থান থেকে হেটেঁ ডানদিকে ১০ ফুট, অত:পর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌছিল । A ও B এর মধ্যকার দুরত্ব কত ফুট ?
ক) ৪০ ফুট
➽খ) ১০ ফুট
গ) ২০ ফুট
ঘ) ৩০ ফুট
১১. নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
ক) ৮৭
খ) ৯১
গ) ১৪৩
➽ঘ) ৪৭
১২. নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম ?
ক) ৮/১৪
খ) ৩/৫
➽গ) ৫/৮
ঘ) ৬/১১
১৩. যদি 2✕3 = 812, 4✕5 = 1620 হয় তবে 6✕7 = ?
ক) 2442
খ) 42
গ) 1214
➽ঘ) 2428
১৪. 1/√2, 1, √2 ---- ধারাটির কোন পদ 8√2 হবে ?
➽ক) ৯ তম পদ
খ) ১০ তম পদ
গ) ১১ তম পদ
ঘ) ১২ তম পদ
১৫. 2x2+5x+3 < 0 এর সমাধান কোনটি ?
➽ক) -3/2 < x < -1
খ) -3/2 < x < 1
গ) -3/2 ≤ x ≤ 1
ঘ) -3/2 < x ≤ -1
১৬. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সে.মি এবং প্রস্থ 10 সে.মি । আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সে.মি করা হল । আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে ?
ক) 7.3 সে.মি
খ) 7 সে.মি
গ) 7.1 সে.মি
➽ঘ) 7.2 সে.মি
১৮. 125(√5)2x = 1 হলে X এর মান কত ?
ক) 3
➽খ) -3
গ) 7
ঘ) 9
Post a Comment