বিভিন্ন ভাষার শব্দগুলো
বিভিন্ন ভাষার শব্দগুলো মনে রাখার উপায়:
০১. তুর্কি শব্দ>
বিবি বেগম কোর্মা খায়
বাবা বাহাদুর দেশ চালায়।
দারোগা বাবু তাকিয়ে দেখে
গালিচায় কুলির লাশ।
চাকু হাতে বাবুর্চি তাই দেখে হতবাক।
০২. পর্তুগীজ শব্দ>
পর্তুগালের পাদ্রী সাহেব
গীর্জা খুলেন চাবি দিয়ে।
আলপিন আটা আলমারিতে
আনারস ও বালতি নিয়ে।
০৩. তদ্ভব শব্দের উদাহরণ>
আখি আজ করেছে কাজ
মৌ পরেছে বিয়ের সাজ।
বৌমা এনেছে ভাত মাছ
মাথায় হাত কানে দাত
চাদ সই করা তদ্ভবের কাজ।
০৪. তত্সম শব্দের উদাহরণ:
হস্তে যদি থাকে শক্তি
চন্দ্র সূর্য করবে ভক্তি।
ভবনের পত্র ধর্ম
লাভ ক্ষতি মনুষ্য পর্বতের কর্ম।
সন্ধ্যায় করোনা ভোজন, শয়ন, গমণ।
০৫. অর্ধ তত্সম শব্দের উদাহরণ>
গিন্নী মাগি জোছনা কুচ্ছিত গতরে
বোস্টমের বাড়িতে নেমন্তন খেতে যান।
পুরুত ও কেষ্ট খিদে পেয়ে শুধু আদা খান।
আরো কিছু পর্তুগীজ শব্দ :-
বিন্তি সাবান ও তোয়ালে নিয়ে কামরায় ঢুকিল,
সে ঝর্ণা ছাড়িয়া তার কামিজের বোতাম ও ফিতা খুলিতে লাগিল।
এমন সময় আতা জানালায় টোকা মারিল।
কেরাণী বারান্দার কেদারায় বসিয়া ইহা দেখিয়া ফেলিল।
আয়া পেপে, পেয়ারা,পাউরুটি, আচার, সাগু ও সালসা নিয়ে বারান্দায় আসিল।
তারা ফালতু মস্করা করে একটি গান গাইল:
স্বামী আর ইস্তিরি
পেরেক মারে মিস্ত্রি।
বিন্তি সাবান ও তোয়ালে নিয়ে কামরায় ঢুকিল,
সে ঝর্ণা ছাড়িয়া তার কামিজের বোতাম ও ফিতা খুলিতে লাগিল।
এমন সময় আতা জানালায় টোকা মারিল।
কেরাণী বারান্দার কেদারায় বসিয়া ইহা দেখিয়া ফেলিল।
আয়া পেপে, পেয়ারা,পাউরুটি, আচার, সাগু ও সালসা নিয়ে বারান্দায় আসিল।
তারা ফালতু মস্করা করে একটি গান গাইল:
স্বামী আর ইস্তিরি
পেরেক মারে মিস্ত্রি।
✿-----------------------✿-----------------------✿
.
.

Post a Comment