28th BCS Bengali Written
বিষয় কোড : ০০১
নির্ধারিত সময়- ৩ ঘন্টা; পূর্ণমান- ১০০
১. ক) বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন: -৬
১. এমন মাধুর্যাপূর্ণ আচরণ সকলের মুগ্ধ সৃষ্টি করবেই ।
২. ষশঙ্কিত মানুষটি বুদ্ধিহীনতা ভুগিবে এমন ভাবছ কেমন কারনেই ?
৩. কবি সামগ্রের ধারণা ত্রুটি রহিয়াছে বলেই মনে হয় ?
৪. প্রতিভা ফরমাইস দিয়া গড়া যায়নাই, উহা প্রকৃতির দান কৃতজ্ঞতাপুটে গ্রহন করতে হয় ।
৫. হল বিশাল খুড়িতেই কেচো গর্ত লম্বা বাহির সর্প থেকে ।
৬. সকল ঝাড়ুদার মহিলারা রাস্তার পরিষ্কার করছিল এবং রাশি রাশি পাতাগুলো রাস্তার এক পার্শ্বে স্তুপিকৃত
করে রাখিতেছিল ।
৭. বর্শা সজ্জল মেঘকজ্জল দিবসে সূর্যের উজ্জ্বলতা থাকে না ।
৮. বাংলাদেশের সপক্ষে কী ভালো কী মন্দ, তা বাংলাাদেশই ঠিক করবে ।
৯. বৈস্য সভ্যতার রোগ সারাইবার বৈধ উপায় হচ্ছে মন্ত্রোষধি ।
১০. মানুষের শারীরিক-ঘেষা যেসব সংস্কার, জীবসৃষ্টির ইতিহাসে সেইগুলো অনেক পুরান ।
১১. অন্যের সঙ্গে ঐক্যতাবোধের দ্বারা যে মহাত্ম ঘটাইয়া তাকে সেইটিই হচ্ছে মনে ঐশ্চর্য্য ।
১২. এখনকার দিনে বাংলাদেশের সাহিত্যে লোক লোকরণ্য বলা মনে হয় ।
খ) শূন্যস্থান পূরণ করুন: -৬
আমরা একটি ফুলের জন্য _______ করি, কিন্ত ভুলের জন্য ক্ষমা _____ না । ভুল লিখতে ভুল করি । তার
______ তাকে সংশোধন _____ না । ফলে ______ বাড়তেই থাকে ।
গ) ছয়টি পূর্ণবাক্যে নিচের প্রবাদটি নিহিতার্থ প্রকাশ করুন: -৬
“যে যায় লঙ্কায় সেই হয় রাবণ ।”
ঘ) নিচের শব্দগুলো দিয়ে পূর্ণবাক্য রচনা করুন: -৬
অফিস স্মারক; বিজ্ঞপ্তি; পরিপত্র; অভিযুক্তকরণ; সংশোধনী; সংস্থাপন ব্যায়ের হিসাব ।
ঙ) নির্দেশানুযায়ী বাক্যগুলো রুপান্তর করুন: -৬
১. আমার দ্বারা এ কাজ করা হবে না । (হ্যাঁ- বাচক)
২. আমি পরীক্ষা দিতে চেয়েছি। (না- বাচক)
৩. তিনি অফিসে গিয়ে কাজ করেছেন । (সরল বাক্য)
৪. সে এলো; কথা বললো; চলে গেলো । (জটিল বাক্য)
৫. সে ‘কি’ নিয়ে তর্ক করছে । (প্রশ্ন বাক্য)
৬. আমি প্রশ্ন করিনি । (উত্তর বাক্য)
২. যে কোন একটি প্রবাদের ভাব সম্প্রসারণ করুন: -২০
ক) অজ্ঞতার সঙ্গে মনের দাসত্বের যোগ অতি ঘনিষ্ঠ ।
খ) কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না ।
৩. ‘ক’ ও ‘খ’ অংশদুটির সারমর্ম লিখুন : -২০
ক) রাঙ্গা পথের ভাঙ্গন ব্রতী অগ্রপ্রথিক দল ।
নামরে ধূলায়-বর্তমানের মর্তপানে চল।ভবিষ্যতের স্বর্গ লাগি’
শূন্যে চেয়ে আছিস জাগি;
অতীতকালের রত্ন মাগি।
নামলি রসাতলে।
অন্ধ মাতাল। শূন্য পাতাল হাতালি নিষ্ফল।
ভােলরে চির-পুরাতনের সনাতনের বােল।
তরুণ তাপস। নতুন জগৎ সৃষ্টি করে তােল।
আদিম যুগের পুঁথির বাণী আজো কি তুই চলবি মানি?
কালের বুড়াে টানছে ঘানি? তুই সে বাঁধন খােল।।
অভিজাতের পানসে বিলাস-দুঃখের তাপস ভােল।
খ) জীবনটা একটি রহস্য বলেই মানুষের বেঁচে সুখ। কিন্তু তাই বলে এ রহস্যের মর্ম উদঘাটন করবার চেষ্টা
যে পাগলামি নয় তার প্রমাণ, মানুষ যুগে যুগে এ চেষ্টা করে এসেছে এবং শতবার বিফল হয়েও অদ্যাবধি সে
চেষ্টা থেকে বিরত হয়নি। পৃথিবীর মধ্যে যা সবচেয়ে বড়াে জিনিস তা জানবার ও বােঝবার প্রবৃত্তি মানুষের
মন থেকে যে দিন চলে যাবে সে দিন মানুষ আবার পশুত্ব লাভ করবে। জীবনের যা-হয়-একটা অর্থ স্থির করে
না নিলে মানুষ জীবনযাপন করতেই পারে না এবং এ পদার্থের কে কি অর্থ- করেন তার উপর তার জীবনের মূল্য
নির্ভর করে। এ কথা ব্যক্তির পক্ষেও যেমন সত্য, জাতির পক্ষেও তেমনি সত্য। দর্শন-বিজ্ঞান জীবনের ঠিক
অর্থ বার করতে পারুক আর না পারুক, এ সম্বন্ধে অনেক ভুল বিশ্বাস নষ্ট করতে পারে। এও বড়াে কম লাভের
কথা নয়। সত্য জানলেও মানুষের তেমন ক্ষতি নেই- মিথ্যাকে সত্য বলে ভুল করাই সকল সর্বনাশের মূল।
৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: -৩০
ক. চর্যাপদ আবিষ্কারের বৃত্তান্ত লিখুন এবং চর্যাপদের ভাষা প্রসঙ্গে আবিষ্কারকের অভিমত দিন ।
খ. রচয়িতাসহ পাচঁটি রোমাঞ্চমূলক প্রণয়োপাখ্যানের নাম লিখুন এবং এ শ্রেণির কাব্যের বৈশিষ্ট্য বর্ণনা করুন ।
গ. মনসা মঙ্গল কাব্যের উদ্ভবের সামাজিক প্রেক্ষাপট বর্ণনা করুন।
ঘ. কোন উদ্দেশ্যে, কোন বছরে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? কলেজটির নাম ফোট উইলিয়াম কলেজ
কেন?
ঙ. সাহিত্যকর্ম ও সমাজকর্ম এ দুইয়ের মধ্যে কোনটির জন্যে বিদ্যাসাগর অধিক সুপরিচিত? আপনার অভিমত
ব্যক্ত করুন।
চ. “বঙ্কিমচন্দ্রের সব উপন্যাসই রােমাঞ্চমূলক।"- বিষয়টি অল্প কথায় বুঝিয়ে দিন।
ছ. “বিষাদসিন্ধু' গ্রন্থ নামের তাৎপর্য বুঝিয়ে দিন।
জ. বাংলা সাহিত্যে মধুসূদন কোন কোন শিল্পাঙ্গিক নিয়ে কাজ করেছেন? এগুলাের একটি প্রসেঙ্গ লিখুন।
ঝ. রবীন্দ্রনাথের ছােটগল্পের বৈশিষ্ট্যগুলাে কী কী?
ঞ. 'নীলদর্পণ' নাটকের সাহিত্য-মূল্যের চেয়ে সামাজিক মূল্য বেশি।”- মন্তব্যটির পক্ষে কিছু লিখুন ।
ট. নজরুলের বিদ্রোহের নানা প্রাপ্ত উন্মােচন করুন।
ঠ. “বেগম রােকেয়াই বাংলা সাহিত্যে প্রথম নারীবাদী লেখক।” - কথাটি বুঝিয়ে দিন।
ড. “জসীমউদদীনের কবিতার বিষয় কেবলই গ্রাম।” - কেন?
ঢ. বাংলাদেশের একজন গদ্য লেখকের পরিচয় দিন।
ণ. একুশে ফেব্রুয়ারি বাংলা কবিতার অন্তহীন প্রেরণার উৎস- এ প্রসেঙ্গ অল্প কথায়।

Post a Comment