Header Ads

ad

31th BCS Bengali Written

বিষয় কোড : ০০২
নির্ধারিত সময়- ৩ ঘন্টা; পূর্ণমান- ১০০


১.   যে কোন একটি বিষয়ে রচনা লিখুন:                                                                                                     -৪০
      ক) সাহিত্যে আদর্শবাদ ও বাস্তববাদ;
      খ) মানব সম্পর্ক উন্নয়নে বিশ্বায়ন;
      গ) বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে তথ্যপ্রযুক্তির ব্যবহার;
      ঘ) আগাম পৃথিবী;
      ঙ) গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ ।

২.   বন্ধনীর মধ্যে উল্লিখিত সংকেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন:                                                                  -৪০
      ক) শিশু সাহিত্য:
           (সংজ্ঞা, প্রকৃতি ও পরিসর; শিশুর পাঠস্পৃহা গঠনে আকর্ষণ সৃষ্টি; শিশু সাহিত্যের প্রকারভেদ; প্রধান প্রধান 
            শিশু সাহিত্যিক ও তাদের সাহিত্যকর্ম; শিশু সাহিত্যের ইতিহাস-ঐতিহ্য; শিশু সাহিত্যের ভাষা; প্রকরণ শৈলী
            ও দুর্বোধ্যতার পরিহার; শিশুর চরিত্র গঠনে নৈতিক জিজ্ঞাসা ও কৌতূহল সৃষ্টি; উপসংহার)
      খ) বাংলাদেশের মৎস সম্পদ:
           (মৎস্য সম্পদের গুরুত্ব; বাংলাদেশের মৎস্য পরিস্থিতি; বাংলাদেশে মাছের উৎস; মিঠা পানির মাছ; লোনা 
            পানির মাছ; উৎস হিসেবে খামার; মৎস্য সম্পদ উন্নয়নের উপায়; রপ্তানির ব্যবস্থা)

      গ) দেশপ্রেম:
           (সূচনা; স্বদেশ চেতনা; স্বদেশপ্রেমের স্বরূপ; দেশপ্রেমের প্রায়োগিক ক্ষেত্রসমূহ; দেশপ্রেম উদ্বুদ্ধকরণে আমাদের 
            করণীয় নির্দেশ; দেশপ্রেম ও রাজনীতি-সমাজনীতি, দেশপ্রেম ও সুষম অর্থনীতি; দেশপ্রেম উজ্জীবনে সাহিত্যে-
            সংস্কৃতি; দেশপ্রেম ও নৈতিক আদর্শ; দেশপ্রেম ও বিশ্বপ্রেম সম্পর্ক, উপসংহার)
৩.   যে কোন একটি বিষয়ে পত্র লিখুন:                                                                                                       -২০
       ক)  জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা কে সমৃদ্ধ করার লক্ষ্যে ছোট ভাইকে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ একটি পত্র
             লিখুন।     
       খ)  পল্লী অঞ্চলের গণমানুষের চিকিৎসাসেবার অন্তরায়সমূহ চিহ্নিত করে সে সম্পর্কে কার্যকরী প্রস্তাব পাঠিয়ে
            মাননীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের নিকট একটি স্মারকলিপি রচনা করুন। 
       গ) আপনার উপজেলায় জনগণের উন্নয়নে একটি বহুমুখী পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা প্রতিপন্ন করে সংশ্লিষ্ট
           কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র রচনা করুন।

No comments