33th BCS Bengali Written
বিষয় কোড : ০০১
নির্ধারিত সময়- ৩ ঘন্টা; পূর্ণমান- ১০০
১. বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদির শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন: -৬
ক) এসব লোকগুলোকে আমি চিনি।
খ) তুমি আমার কাছে আরো প্রিয়তর।
গ) শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।
ঘ) তিনি নিরহঙ্কারী ও নিরপরাধী মানুষ।
ঙ) সে গাছ হইতে অবতরণ করিলো।
চ) অচিরেই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হইবে।
ছ) আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।
জ) তার দারিদ্র্যতায় কষ্ট পেয়েছি আর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
ঝ) আমি অপমান হয়েছি।
ঞ) ইতোমধ্যে গ্রামের সমস্ত লোকেরা সম্বর্ধনা সভায় যোগ দিল।
ট) নিরপরাধ কাকেও ভয় করে না।
ঠ) অপরানহ্ন লিখতে অনেকেই ভুল করে।
খ) শূন্যস্থান পূরণ করুন: -৬
বিদ্যা মানুষের মূল্যবান______, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু______ তদপেক্ষা ও মূল্যবান। অতএব, কেবল
বিদ্বান বলিয়াই কোন লোক______ লাভে যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন লোক যদি নানা
______আপনার______ পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার______ পরিত্যাগ করাই শ্রেয়।
গ) নিচের ছয়টি পূর্ণবাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন: -৬
পুষ্প আপনার জন্য ফুটে না।
ঘ) নিম্নলিখিত শব্দগুলো দিয়ে বাক্য রচনা করুন: -৬
সান্ত্বনা, ঊর্ধ্ব, ধিক্কৃত, আশিস, অচিন্ত্য, কটূক্তি।
ঙ) নির্দেশ অনুযায়ী বাক্য রূপান্তর করুন: -৬
ক) শিক্ষক আমাকে উপদেশ দিলেন এবং বিদায় করলেন। (সরল বাক্য)
খ) যখন বিপদ আসে তখন দুঃখও আসে। (যৌগিক বাক্য)
গ) বিদ্বান সর্বত্র আদরণীয়। (জটিল বাক্য)
ঘ) সে যেমন কৃপণ তেমন চালাক। (যৌগিক বাক্য)
ঙ) সে এমএ পাস করেছে বটে কিন্তু জ্ঞান লাভ করতে পারেনি। (জটিল বাক্য)
চ) যখন বৃষ্টি থামল তখন আমরা স্কুলে রওনা হলাম। (যৌগিক বাক্য)
২. যেকোনো একটি প্রবাদের ভাব সম্প্রসারণ করুন(অনধিক ২০টি বাক্য): -২০
ক) শৃঙ্খলিত সিংহের চেয়ে স্বাধীন গাধা উত্তম।
খ) ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়।
৩. সারমর্ম/সারাংশ লিখুন: -২০
খ) মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিতো যে, সে ঘুমিয়ে পড়া
শিশুদের মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইতো। এখানে
ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবতার অমর আলোকে কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের
কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে, নিস্তব্ধতা ভাঙ্গিয়া ফেলে অক্ষরের
বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হয়ে আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত বন্যা
বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানবহৃদয়ের বন্যা কে বাঁধিয়া রাখিয়াছে।
৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: -৩০
ক) চর্যাপদ কে আবিষ্কার করেন?
খ) বাংলা গদ্যের জনক কে?
গ) প্রাবন্ধিক হিসেবে হুমায়ুন আজাদের কৃতিত্ব আলোচনা করুন।
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিনটি ছোট গল্পের নাম লিখুন।
ঙ) তিনটি মঙ্গল কাব্যের নাম লিখুন।
চ) ‘অবসরের গান’ কবিতাটি কার রচনা?
ছ) মানিক বন্দ্যোপাধ্যায়ের তিনটি উপন্যাসের নাম লিখুন।
জ) ভাষা আন্দোলন ভিত্তিক দুটি কবিতার নাম লিখুন।
ঝ) মুক্তিযুদ্ধ ভিত্তিক তিনটি উপন্যাসের নাম লিখুন।
ঞ) ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ সম্পর্কে তিনটি বাক্য রচনা করুন।
ট) বাংলাদেশের তিনজন বিশিষ্ট নাট্যকার এর নাম লিখুন।
ঠ) বাংলা সাহিত্যের তিনজন শ্রেষ্ঠ ঔপন্যাসিকের নাম লিখুন।
ড) বৈষ্ণব পদাবলীর তিনজন শ্রেষ্ঠ পদকর্তার নাম লিখুন।
ঢ) কোন তিন কবির নাম যথাক্রমে কবিকন্ঠহার, কবিকঙ্কণ ও রায়গুণাকর?
ণ) বড়ু চন্ডীদাস রচিত কাব্যটির নাম লিখুন ।
খ) তুমি আমার কাছে আরো প্রিয়তর।
গ) শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।
ঘ) তিনি নিরহঙ্কারী ও নিরপরাধী মানুষ।
ঙ) সে গাছ হইতে অবতরণ করিলো।
চ) অচিরেই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হইবে।
ছ) আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।
জ) তার দারিদ্র্যতায় কষ্ট পেয়েছি আর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
ঝ) আমি অপমান হয়েছি।
ঞ) ইতোমধ্যে গ্রামের সমস্ত লোকেরা সম্বর্ধনা সভায় যোগ দিল।
ট) নিরপরাধ কাকেও ভয় করে না।
ঠ) অপরানহ্ন লিখতে অনেকেই ভুল করে।
খ) শূন্যস্থান পূরণ করুন: -৬
বিদ্যা মানুষের মূল্যবান______, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু______ তদপেক্ষা ও মূল্যবান। অতএব, কেবল
বিদ্বান বলিয়াই কোন লোক______ লাভে যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন লোক যদি নানা
______আপনার______ পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার______ পরিত্যাগ করাই শ্রেয়।
গ) নিচের ছয়টি পূর্ণবাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন: -৬
পুষ্প আপনার জন্য ফুটে না।
ঘ) নিম্নলিখিত শব্দগুলো দিয়ে বাক্য রচনা করুন: -৬
সান্ত্বনা, ঊর্ধ্ব, ধিক্কৃত, আশিস, অচিন্ত্য, কটূক্তি।
ঙ) নির্দেশ অনুযায়ী বাক্য রূপান্তর করুন: -৬
ক) শিক্ষক আমাকে উপদেশ দিলেন এবং বিদায় করলেন। (সরল বাক্য)
খ) যখন বিপদ আসে তখন দুঃখও আসে। (যৌগিক বাক্য)
গ) বিদ্বান সর্বত্র আদরণীয়। (জটিল বাক্য)
ঘ) সে যেমন কৃপণ তেমন চালাক। (যৌগিক বাক্য)
ঙ) সে এমএ পাস করেছে বটে কিন্তু জ্ঞান লাভ করতে পারেনি। (জটিল বাক্য)
চ) যখন বৃষ্টি থামল তখন আমরা স্কুলে রওনা হলাম। (যৌগিক বাক্য)
২. যেকোনো একটি প্রবাদের ভাব সম্প্রসারণ করুন(অনধিক ২০টি বাক্য): -২০
ক) শৃঙ্খলিত সিংহের চেয়ে স্বাধীন গাধা উত্তম।
খ) ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়।
৩. সারমর্ম/সারাংশ লিখুন: -২০
ক) একদা ছিল না জুতা চরণযুগলে
দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে
গেলাম ভজনালয়ে ভজন কারণে।
দেখি সেথা একজন পদ নাহি তার
অমনি জুতার খেদ ঘুচিল আমার।
পরের দুঃখের কথা করিলে চিন্তন
আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ।
খ) মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিতো যে, সে ঘুমিয়ে পড়া
শিশুদের মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইতো। এখানে
ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবতার অমর আলোকে কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের
কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে, নিস্তব্ধতা ভাঙ্গিয়া ফেলে অক্ষরের
বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হয়ে আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত বন্যা
বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানবহৃদয়ের বন্যা কে বাঁধিয়া রাখিয়াছে।
৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: -৩০
ক) চর্যাপদ কে আবিষ্কার করেন?
খ) বাংলা গদ্যের জনক কে?
গ) প্রাবন্ধিক হিসেবে হুমায়ুন আজাদের কৃতিত্ব আলোচনা করুন।
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিনটি ছোট গল্পের নাম লিখুন।
ঙ) তিনটি মঙ্গল কাব্যের নাম লিখুন।
চ) ‘অবসরের গান’ কবিতাটি কার রচনা?
ছ) মানিক বন্দ্যোপাধ্যায়ের তিনটি উপন্যাসের নাম লিখুন।
জ) ভাষা আন্দোলন ভিত্তিক দুটি কবিতার নাম লিখুন।
ঝ) মুক্তিযুদ্ধ ভিত্তিক তিনটি উপন্যাসের নাম লিখুন।
ঞ) ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ সম্পর্কে তিনটি বাক্য রচনা করুন।
ট) বাংলাদেশের তিনজন বিশিষ্ট নাট্যকার এর নাম লিখুন।
ঠ) বাংলা সাহিত্যের তিনজন শ্রেষ্ঠ ঔপন্যাসিকের নাম লিখুন।
ড) বৈষ্ণব পদাবলীর তিনজন শ্রেষ্ঠ পদকর্তার নাম লিখুন।
ঢ) কোন তিন কবির নাম যথাক্রমে কবিকন্ঠহার, কবিকঙ্কণ ও রায়গুণাকর?
ণ) বড়ু চন্ডীদাস রচিত কাব্যটির নাম লিখুন ।

Post a Comment