36th BCS Bengali Written
বিষয় কোড : ০০১
নির্ধারিত সময়- ৩ ঘন্টা; পূর্ণমান- ১০০
১. নিচের প্রশ্নগুলির উত্তর লিখুন : -৩০
ক) সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ গঠনের প্রক্রিয়াগুলো উদাহরণসহ ব্যাখ্যা করুন।
খ) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানরীতি অনুসারে তৎসম শব্দের ৬টি নিয়ম উদাহরণসহ লিখুন।।
গ) নিচের বাক্যগুলোর শুদ্ধরুপ লিখুন :
১. তাহার সৌন্দর্যতাবোধ আমাকে অভিভূত করেছে।
২. এ নির্মম হত্যাকান্ডে গ্রামবাসী নিস্তব্ধ হয়ে গেলো।
৩. ইতিপূবেই তার বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে নালিশ করা হয়েছে ।
৪. মহাসমারোহে প্রধান অতিথিকে সুস্বাগত জানানো হলো।
৫. তার সাংঘাতিক আনন্দ হলো।
৬. ছেলেটি অহর্নিশি তার মাকে জ্বালাতন করে।
ঘ) নিম্নলিখিত প্রবাদ-প্রবচনগুলোর অর্থপূর্ণ বাক্য লিখুন :
উড়নচণ্ডী, খণ্ড প্রলয়, আসলে মুষলে নেই ঢেঁকি ঘরে চাঁদুয়া, যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে,
একাদশে বৃহস্পতি, আটে-পিঠে দড় তবে ঘোড়ার পিঠে চড়।
ঙ) নির্দেশ অনুযায়ী বাক্য রূপান্তর করুন:
ক) ফের যদি আসি সিঁধকাঠি সঙ্গে করিয়াই আসিব।(সরল)
খ) তাকে নির্দয় মনে হয় না।(জটিল)
গ) অধ্যয়নই ছাত্রদর তপস্যা।(জটিল)
ঘ) জামিল বাড়িতে আছে।(নেতিবাচক)
ঙ) যেহেতু তার ধনসম্পদ আছে, তাই সে গর্বিত।(যৌগিক)
চ) বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক।(প্রশ্নবোধক)
২. যেকোনো একটি প্রবাদের ভাব সম্প্রসারণ করুন(অনধিক ২০টি বাক্য): -২০
ক) পথের প্রান্তে আমার তীর্থ নয়
পথের দুধারে আছে মোর দেবালয়।
খ) জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুয়েরই মাত্রা বাড়িয়া গেলে বিনাশের কারণ ঘটে।
৩. সারমর্ম/সারাংশ লিখুন: -২০
খ) সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধে দেওয়া নয়, মানুষকেও বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য
মানুষের জীবনে আগ্রহ বাড়িয়ে দেওয়া। স্বল্পপ্রাণ, স্থুলবুদ্ধি ও জবরদস্থিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। তাদের
কাজ নিজের জীবনকে স্বার্থক ও করে তোলা নয়,অপরের স্বার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা।প্রেম ও
সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি।এদের একমাত্র দেবতা অহংকার।পারিবারিক
অহংকার, জাতিগত অহংকার-এ সবের নিশান ওড়ানোই এদের কাজ।
৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: -৩০
ক) চর্যাপদে নিম্নবর্গীয় মানুষের যে পরিচয় পাওয়া যায় তার বিবরণ দিন।
খ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে গ্রামীণ জীবনের কী পরিচয় পাওয়া যায় তা লিখুন।
গ) ব্রজবুলি কী?
ঘ) রোমাঞ্চধারার একজন মুসলিম কবির কাব্য সম্পর্কে আলোচনা করুন।
ঙ) ভারতচন্দ্র রায়গুনাকরের কবি প্রতিভার মূল্যায়ন করুন।
চ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজসংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করুন।
ছ) “বুদ্ধির মুক্তি আন্দোলন” সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন।
জ) কাজী নজরুল ইসলামের ঔপন্যাসিক সত্ত্বার পরিচয় দিন।
ঝ) ভাষা আন্দোলনভিত্তিক তিনটি গল্পের নাম লিখুন।
ঞ) মুক্তিযুদ্ধকেন্দ্রিক একটি উপন্যাসের মূল্যায়ন করুন।
খ) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানরীতি অনুসারে তৎসম শব্দের ৬টি নিয়ম উদাহরণসহ লিখুন।।
গ) নিচের বাক্যগুলোর শুদ্ধরুপ লিখুন :
১. তাহার সৌন্দর্যতাবোধ আমাকে অভিভূত করেছে।
২. এ নির্মম হত্যাকান্ডে গ্রামবাসী নিস্তব্ধ হয়ে গেলো।
৩. ইতিপূবেই তার বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে নালিশ করা হয়েছে ।
৪. মহাসমারোহে প্রধান অতিথিকে সুস্বাগত জানানো হলো।
৫. তার সাংঘাতিক আনন্দ হলো।
৬. ছেলেটি অহর্নিশি তার মাকে জ্বালাতন করে।
ঘ) নিম্নলিখিত প্রবাদ-প্রবচনগুলোর অর্থপূর্ণ বাক্য লিখুন :
উড়নচণ্ডী, খণ্ড প্রলয়, আসলে মুষলে নেই ঢেঁকি ঘরে চাঁদুয়া, যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে,
একাদশে বৃহস্পতি, আটে-পিঠে দড় তবে ঘোড়ার পিঠে চড়।
ঙ) নির্দেশ অনুযায়ী বাক্য রূপান্তর করুন:
ক) ফের যদি আসি সিঁধকাঠি সঙ্গে করিয়াই আসিব।(সরল)
খ) তাকে নির্দয় মনে হয় না।(জটিল)
গ) অধ্যয়নই ছাত্রদর তপস্যা।(জটিল)
ঘ) জামিল বাড়িতে আছে।(নেতিবাচক)
ঙ) যেহেতু তার ধনসম্পদ আছে, তাই সে গর্বিত।(যৌগিক)
চ) বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক।(প্রশ্নবোধক)
২. যেকোনো একটি প্রবাদের ভাব সম্প্রসারণ করুন(অনধিক ২০টি বাক্য): -২০
ক) পথের প্রান্তে আমার তীর্থ নয়
পথের দুধারে আছে মোর দেবালয়।
খ) জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুয়েরই মাত্রা বাড়িয়া গেলে বিনাশের কারণ ঘটে।
৩. সারমর্ম/সারাংশ লিখুন: -২০
ক) হে চিরদীপ্ত, সুপ্তি ভাঙাও
জাগার গানে
তোমার শিখাটি উঠুক জ্বলিয়া
সবার প্রাণে।
ছায়া ফেলিয়াছে প্রলয়ের নিশা,
আঁধারে ধরণী হারায়েছে দিশা,
তুমি দাও বুকে অমৃতের তৃষা
আলোর ধ্যানে।
অথবা,
মানুষের জীবনে আগ্রহ বাড়িয়ে দেওয়া। স্বল্পপ্রাণ, স্থুলবুদ্ধি ও জবরদস্থিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। তাদের
কাজ নিজের জীবনকে স্বার্থক ও করে তোলা নয়,অপরের স্বার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা।প্রেম ও
সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি।এদের একমাত্র দেবতা অহংকার।পারিবারিক
অহংকার, জাতিগত অহংকার-এ সবের নিশান ওড়ানোই এদের কাজ।
৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: -৩০
ক) চর্যাপদে নিম্নবর্গীয় মানুষের যে পরিচয় পাওয়া যায় তার বিবরণ দিন।
খ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে গ্রামীণ জীবনের কী পরিচয় পাওয়া যায় তা লিখুন।
গ) ব্রজবুলি কী?
ঘ) রোমাঞ্চধারার একজন মুসলিম কবির কাব্য সম্পর্কে আলোচনা করুন।
ঙ) ভারতচন্দ্র রায়গুনাকরের কবি প্রতিভার মূল্যায়ন করুন।
চ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজসংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করুন।
ছ) “বুদ্ধির মুক্তি আন্দোলন” সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন।
জ) কাজী নজরুল ইসলামের ঔপন্যাসিক সত্ত্বার পরিচয় দিন।
ঝ) ভাষা আন্দোলনভিত্তিক তিনটি গল্পের নাম লিখুন।
ঞ) মুক্তিযুদ্ধকেন্দ্রিক একটি উপন্যাসের মূল্যায়ন করুন।

Post a Comment