37th BCS Bengali Written
বিষয় কোড : ০০১
নির্ধারিত সময়- ৩ ঘন্টা; পূর্ণমান- ১০০
১. নিচের প্রশ্নগুলির উত্তর লিখুন : -৩০
ক) দৃষ্টান্তসহ দ্বিরুক্ত শব্দের সংজ্ঞার্থ লিখুন।প্রত্যেক প্রকার দ্বিরুক্ত শব্দের দৃষ্টান্তসহ পরিচয় দিন।
খ) অব্যয় পদ কাকে বলে? উদাহরণসহ বিভিন্ন প্রকার অব্যয়ের পরিচয় লিপিবদ্ধ করুন।
গ) নিচের বাক্যগুলোর শুদ্ধরুপ লিখুন :
১. যে সমস্ত শিক্ষার্থী লেখাপড়ায় অমনোযোগী সে সমস্ত শিক্ষার্থীরাই পরীক্ষায় অকৃতকার্য হয়।
২. আপনি স্বপরিবার ও সবান্ধবে আমন্ত্রিত।
৩. তার পরশ্রীকাতরতা দেখে আমি মুগ্ধ।
৪. আজ রাতে বজ্রপতনের সম্ভাবনা আছে।
৫. তোমার মত ব্যক্তির পক্ষে সদাসর্বদা কৃপণতা করা লজ্জাকর।
৬. জৈষ্ঠ্য মাসে তার সর্বজেষ্ঠ্য ছেলের বিয়ে হয়।
ঘ) নিম্নলিখিত প্রবাদ-প্রবচনগুলোর অর্থপূর্ণ বাক্য লিখুন :
হরিষে বিষাদ, সুলুক সন্ধান, মন না মতি, সোনার কাঠি রুপোর কাঠি, ঘুঁটে পোড়ে গোবর হাসে, বিড়ালের
ভাগ্যে শিকে ছেঁড়া।
ঙ) নির্দেশ অনুযায়ী বাক্য রূপান্তর করুন:
ক) যে ভিক্ষা চায়, তাকে দান কর।(সরল)
খ) ভালোবাসার দানে কোন অপমান নাই।(অস্তিবাচক)
গ) যেহেতু গাড়ি আসে নাই, সেহেতু আমরা বিশ্রাম নিতে পারি।(যৌগিক)
ঘ) আজ চাঁদ উঠেছে।(নেতিবাচক)
ঙ) বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে অল-আউট করা।
চ) জীবনানন্দ দাশ বাংলাদেশে জন্মেছেন।(প্রশ্নবোধক)
২. যেকোনো একটি প্রবাদের ভাব সম্প্রসারণ করুন(অনধিক ২০টি বাক্য): -২০
ক) জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট- মুক্তি সেখানে অসম্ভব।
৩. সারমর্ম/সারাংশ লিখুন: -২
খ) ধর্মের মতো মতবাদও মনের জগতে লেফট-রাইট করতে শেখায়। ধার্মিকের জীবন নিয়ন্ত্রণ করে ভয় আর
পুরষ্কারের লোভ।সংস্কৃতিবান মানুষের জীবনে ওসবের বালাই নেই। তারা সবকিছু করে ভালোবাসার তাগিদে
। সত্যকে ভালোবাসা, সৌন্দর্যকে ভালোবাসা, ভালোবাসাকে ভালোবাসা-বিনা লাভের আশায় ভালোবাসা,
নিজের ক্ষতি স্বীকার করে ভালোবাসা- এরি নাম সংস্কৃতি।তাই ধার্মিকের পুরস্কারটি যেখানে বহুদূরে থাকে,
সংস্কৃতিবান মানুষ সেখানে তার পুরষ্কারটি পায় হাতে হাতে, কেননা কাজটি তার ভালোবাসার অভিব্যক্তি বলে
তার আনন্দ, আর আানন্দই তার পুরষ্কার।সে তার নিজের স্বর্গটি নিজেই সৃষ্টি করে নেয়।বাইরের স্বর্গের জন্য
তাকে হা করে তাকিয়ে থাকতে হয় না।
৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: -৩০
ক) রোসাঙ্গ-রাজসভা কোথায় অবস্থিত ছিল? বাংলা সাহিত্যের ইতিহাসে এই রাজসভা কোন প্রাসঙ্গিক?
খ) অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন সম্পর্কে আলোচনা করুন।
গ) ‘বুড়ো সালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনটির জমিদার চরিত্রের পরিচয় দিন।
ঘ) ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের রোহিনী চরিত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন।
ঙ) ‘পোষ্টমাষ্টার গল্পে’ রবীন্দ্রনাথের জীবনদর্শনটি কী?
চ) কাজী নজরুল ইসলামের ‘রাজবন্দীর জবানবন্দী’র মূল বক্তব্য কী?
ছ) ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রুপকার্থ ব্যাখ্যা করুন।
জ) মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি ভাবনার পরিচয় দিন।
ঝ) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কেন সফল?
ঞ) ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গল্পের মূল বক্তব্য উপস্থাপন করুন।
খ) অব্যয় পদ কাকে বলে? উদাহরণসহ বিভিন্ন প্রকার অব্যয়ের পরিচয় লিপিবদ্ধ করুন।
গ) নিচের বাক্যগুলোর শুদ্ধরুপ লিখুন :
১. যে সমস্ত শিক্ষার্থী লেখাপড়ায় অমনোযোগী সে সমস্ত শিক্ষার্থীরাই পরীক্ষায় অকৃতকার্য হয়।
২. আপনি স্বপরিবার ও সবান্ধবে আমন্ত্রিত।
৩. তার পরশ্রীকাতরতা দেখে আমি মুগ্ধ।
৪. আজ রাতে বজ্রপতনের সম্ভাবনা আছে।
৫. তোমার মত ব্যক্তির পক্ষে সদাসর্বদা কৃপণতা করা লজ্জাকর।
৬. জৈষ্ঠ্য মাসে তার সর্বজেষ্ঠ্য ছেলের বিয়ে হয়।
ঘ) নিম্নলিখিত প্রবাদ-প্রবচনগুলোর অর্থপূর্ণ বাক্য লিখুন :
হরিষে বিষাদ, সুলুক সন্ধান, মন না মতি, সোনার কাঠি রুপোর কাঠি, ঘুঁটে পোড়ে গোবর হাসে, বিড়ালের
ভাগ্যে শিকে ছেঁড়া।
ঙ) নির্দেশ অনুযায়ী বাক্য রূপান্তর করুন:
ক) যে ভিক্ষা চায়, তাকে দান কর।(সরল)
খ) ভালোবাসার দানে কোন অপমান নাই।(অস্তিবাচক)
গ) যেহেতু গাড়ি আসে নাই, সেহেতু আমরা বিশ্রাম নিতে পারি।(যৌগিক)
ঘ) আজ চাঁদ উঠেছে।(নেতিবাচক)
ঙ) বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে অল-আউট করা।
চ) জীবনানন্দ দাশ বাংলাদেশে জন্মেছেন।(প্রশ্নবোধক)
২. যেকোনো একটি প্রবাদের ভাব সম্প্রসারণ করুন(অনধিক ২০টি বাক্য): -২০
ক) জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট- মুক্তি সেখানে অসম্ভব।
অথবা,
খ) কালচার সমাজতান্ত্রিক নয়, ব্যক্তিতান্ত্রিক।৩. সারমর্ম/সারাংশ লিখুন: -২
ক) বরং নিজেই তুমি লেখোনাকো একটি কবিতা-
বলিলাম ম্লান হেসে; ছায়াপিন্ড দিলো না উত্তর;
বুঝিলাম সে তো কবি নয়- সে যে আরুঢ় ভণিতাঃ
পান্ডুলিপি, ভাষ্যটীকা, কালি আর কলমের, ‘পর
বসে আছে সিংহাসনে- কবি নয়-অজর, অক্ষর
অধ্যাপক; দাঁত নেই- চোখে তার অক্ষম পিঁচুটি;
বেতন হাজার টাকা মাসে- আর হাজার দেড়েক
পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি;
যদিও সে-সব কবি ক্ষুধা প্রেম আগুনের সেঁক
চেয়েছিলো- হাঙরের ঢেউয়ে খেয়েছিলো লুটোপুটি।
পুরষ্কারের লোভ।সংস্কৃতিবান মানুষের জীবনে ওসবের বালাই নেই। তারা সবকিছু করে ভালোবাসার তাগিদে
। সত্যকে ভালোবাসা, সৌন্দর্যকে ভালোবাসা, ভালোবাসাকে ভালোবাসা-বিনা লাভের আশায় ভালোবাসা,
নিজের ক্ষতি স্বীকার করে ভালোবাসা- এরি নাম সংস্কৃতি।তাই ধার্মিকের পুরস্কারটি যেখানে বহুদূরে থাকে,
সংস্কৃতিবান মানুষ সেখানে তার পুরষ্কারটি পায় হাতে হাতে, কেননা কাজটি তার ভালোবাসার অভিব্যক্তি বলে
তার আনন্দ, আর আানন্দই তার পুরষ্কার।সে তার নিজের স্বর্গটি নিজেই সৃষ্টি করে নেয়।বাইরের স্বর্গের জন্য
তাকে হা করে তাকিয়ে থাকতে হয় না।
৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: -৩০
ক) রোসাঙ্গ-রাজসভা কোথায় অবস্থিত ছিল? বাংলা সাহিত্যের ইতিহাসে এই রাজসভা কোন প্রাসঙ্গিক?
খ) অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন সম্পর্কে আলোচনা করুন।
গ) ‘বুড়ো সালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনটির জমিদার চরিত্রের পরিচয় দিন।
ঘ) ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের রোহিনী চরিত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন।
ঙ) ‘পোষ্টমাষ্টার গল্পে’ রবীন্দ্রনাথের জীবনদর্শনটি কী?
চ) কাজী নজরুল ইসলামের ‘রাজবন্দীর জবানবন্দী’র মূল বক্তব্য কী?
ছ) ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রুপকার্থ ব্যাখ্যা করুন।
জ) মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি ভাবনার পরিচয় দিন।
ঝ) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কেন সফল?
ঞ) ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গল্পের মূল বক্তব্য উপস্থাপন করুন।

Post a Comment