29th BCS Bengali Written
বিষয় কোড : ০০১
নির্ধারিত সময়- ৩ ঘন্টা; পূর্ণমান- ১০০
১. ক. বানান, শব্দ প্রয়ােগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলাে পুনরায় লিখুন: -৬
১. বঙ্কিমচন্দ্রের রচনারীতির উর্ষতা অনস্বীকার্য।
২. সুশিক্ষিত ব্যক্তিমাত্রই সশিক্ষিত।
৩. সকলের সহযােগিতায় আমি স্বার্থকতা লাভ করতে চাই।
৪. ঝুড়িতে রাখা সমস্ত মাছগুলাের আকার একই রকমের।
৫. তাহার শুশ্রুষা ও সান্তনায় আমি শক্তি ও উৎসাহ পাইলাম।
৬. এমন অসহ্যনীয় ব্যাথা কখনাে অনুভব করিনি।
৭. স্ব স্ব ভূমির পুষ্করিনী পরিস্কার করার নিমিত্ত কর্তৃপক্ষ পুরস্কার ঘােষণা করিয়াছে।
৮. কবির শােকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবিরা শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছে।
৯. তিনি সানন্দিত চিত্তে সম্মতি দিলেন।
১০. সে যে ব্যাকরণের বিভীষিকায় ভিত নয়, আশা করি তুমি তা জানো।
১১. নদীর তীরের সব জমিগুলো আমার আয়ত্তাধীন আছে।
১২. ভূমিকম্পে ঊর্ধ্বমুখী দালানটি ধ্বসে পপড়েছে।
খ) শূন্যস্থান পূরণ করুন: -৬
কালোবাজারিতে টাকা করে রফিক সাহেবের সমাজে________ হয়ে উঠেছেন। তাদের মত মানুষের জীবন
যাপনে________ প্রকাশ পায়। কিন্তু চিন্তাভাবনার ক্ষেত্রে তার________ কে অতিক্রম করতে চেষ্টা করে না।
তাই সমাজ ও সংসার সম্পর্কে তাদের কোন কান্ডজ্ঞান জন্মে না। ফলে সকল ক্ষেত্রে তারা গা________ ভাসিয়ে
চলে। দেশের উন্নতির জন্য________ তাদের পক্ষে সম্ভব নয়।
গ) ছয়টি পূর্ণবাক্যে নিচের নিহিতার্থ প্রকাশ করুন: -৬
“মাছের মা’র পুত্রশোক”
ঘ) নিচের শব্দগুলো দিয়ে পূর্ণবাক্য রচনা করুন: -৬
পরিপত্র, মুচলেকা, সমঝোতা-স্মারক, সংশ্লেষণ, কুম্ভলকবৃত্তি, প্রত্ন-উৎস ।
ঙ) নির্দেশানুযায়ী বাক্যগুলো রুপান্তর করুন: -৬
১. যদি সে নিরপরাধ হয়, তাহলে সে মুক্তি পাবে। (যৌগিক বাক্য)
২. পৃথিবীতে অনেক কিছু আছে, কিন্তু অসম্ভব কিছু নেই। (সরল বাক্য)
৩. তারা একটি জীর্ণ কুটিরে বাস করে। (জটিল বাক্য)
৪. জ্ঞানীদের পথ অনুসরণ করো, দেশের কল্যাণ হবে। (সরল বাক্য)
৫. তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? (যৌগিক বাক্য)
৬. তোমাকে দেওয়ার মত আমার কিছুই নেই। (জটিল বাক্য)
২. যেকোনো একটি প্রবাদের ভাব সম্প্রসারণ করুন(অনধিক ২০টি বাক্যে): -২০
১. যে সহে, সে রহে ।
২. অভাগার গরু মরে, ভাগ্যবানের বউ মরে।
৩. ক) সারমর্ম/সারাংশ লিখন: -২০
নমি আমি প্রতিজনে, আদ্বিজ চন্ডাল,
প্রভু ক্রীতদাস!
সিন্ধুমূলে জলবিন্দু, বিশ্বমূলে অণু;
সমগ্রে প্রকাশ।
নমি কৃষি তন্তজীবী, স্থপতি, তক্ষক
কর্ম, চর্মকার।
অদ্রিতলে শিলাখন্ড- দৃষ্টি অগোচরে,
বহ অদ্রিভার!
কত রাজ্য, কত রাজা গড়িছ নীরবে
হে পূজ্য, হে প্রিয়!
একত্বে বরেণ্য তুমি, শরণ্য এককে
আত্মার আত্মীয় ।
খ) স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন, তেমনি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠতা ও
ন্যায়পরায়ণতার । সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক, তাদের আবেদন-নিবেদনে
ফল হয় না । যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী, সেখানে দু’চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা
সহ্য করতে হয়, দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু মানুষ ও জাতি হিসেবে মাথা তুলে দাড়াতে হলে সে কষ্ট
সহ্য না করে উপায় নেই ।
৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: -৩০
১. চর্যাপদের ধর্মমত সম্পর্কে ধারণা দিন।
২. ডাক ও খনার বচন এর বৈশিষ্ট্য আলোচনা করুন।
৩. বড়ু চন্ডীদাসের পরিচয় দিন।
৪. বৈষ্ণব পদাবলী কি? এগুলো কোন শতাব্দী রচনা ?
৫. বাংলা সাহিত্যের ইতিহাসে চৈতন্যদেব কেন স্মরণীয়?
৬. মধ্যযুগের সাহিত্যের সাথে আধুনিক যুগের সাহিত্যের মৌলিক পার্থক্য কি?
৭. রোসাঙ্গ রাজসভার পৃষ্ঠপোষকতায় কি ধরনের সাহিত্য রচিত হয়? সেই সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দিন।
৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন বাংলা গদ্যের জনক বলা হয়?
৯. রবীন্দ্রনাথের ছোটগল্পের ‘নারী-ব্যক্তিত্ব’ শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন ।
১০. ‘বীরবলী গদ্যে’র স্রষ্টা কে? এ গদ্যের বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করুন।
১১. নজরুলের কথাসাহিত্যে নিম্নবর্গের জীবন সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করুণ।
১২. ‘কল্লোল-যুগ’ বলতে কি বুঝায়? এ যুগের সাহিত্যকে কেন ‘ত্রিশোত্তর সাহিত্য’ বলা হয়?
১৩. অ্যাবসার্ড নাটক কী ? বাংলাদেশে যে-সব নাট্যকার অ্যাবসার্ড নাটক লিখেছেন তাদের নাম উল্লেখ করুন।
১৪. শামসুর রহমান এর কবি-প্রতিভার পরিচয় দিন।
১৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক যে কোন একটি উপন্যাসের ঘটনাংশ বর্ণনা করুন।
৯. তিনি সানন্দিত চিত্তে সম্মতি দিলেন।
১০. সে যে ব্যাকরণের বিভীষিকায় ভিত নয়, আশা করি তুমি তা জানো।
১১. নদীর তীরের সব জমিগুলো আমার আয়ত্তাধীন আছে।
১২. ভূমিকম্পে ঊর্ধ্বমুখী দালানটি ধ্বসে পপড়েছে।
খ) শূন্যস্থান পূরণ করুন: -৬
কালোবাজারিতে টাকা করে রফিক সাহেবের সমাজে________ হয়ে উঠেছেন। তাদের মত মানুষের জীবন
যাপনে________ প্রকাশ পায়। কিন্তু চিন্তাভাবনার ক্ষেত্রে তার________ কে অতিক্রম করতে চেষ্টা করে না।
তাই সমাজ ও সংসার সম্পর্কে তাদের কোন কান্ডজ্ঞান জন্মে না। ফলে সকল ক্ষেত্রে তারা গা________ ভাসিয়ে
চলে। দেশের উন্নতির জন্য________ তাদের পক্ষে সম্ভব নয়।
গ) ছয়টি পূর্ণবাক্যে নিচের নিহিতার্থ প্রকাশ করুন: -৬
“মাছের মা’র পুত্রশোক”
ঘ) নিচের শব্দগুলো দিয়ে পূর্ণবাক্য রচনা করুন: -৬
পরিপত্র, মুচলেকা, সমঝোতা-স্মারক, সংশ্লেষণ, কুম্ভলকবৃত্তি, প্রত্ন-উৎস ।
ঙ) নির্দেশানুযায়ী বাক্যগুলো রুপান্তর করুন: -৬
১. যদি সে নিরপরাধ হয়, তাহলে সে মুক্তি পাবে। (যৌগিক বাক্য)
২. পৃথিবীতে অনেক কিছু আছে, কিন্তু অসম্ভব কিছু নেই। (সরল বাক্য)
৩. তারা একটি জীর্ণ কুটিরে বাস করে। (জটিল বাক্য)
৪. জ্ঞানীদের পথ অনুসরণ করো, দেশের কল্যাণ হবে। (সরল বাক্য)
৫. তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? (যৌগিক বাক্য)
৬. তোমাকে দেওয়ার মত আমার কিছুই নেই। (জটিল বাক্য)
২. যেকোনো একটি প্রবাদের ভাব সম্প্রসারণ করুন(অনধিক ২০টি বাক্যে): -২০
১. যে সহে, সে রহে ।
২. অভাগার গরু মরে, ভাগ্যবানের বউ মরে।
৩. ক) সারমর্ম/সারাংশ লিখন: -২০
নমি আমি প্রতিজনে, আদ্বিজ চন্ডাল,
প্রভু ক্রীতদাস!
সিন্ধুমূলে জলবিন্দু, বিশ্বমূলে অণু;
সমগ্রে প্রকাশ।
নমি কৃষি তন্তজীবী, স্থপতি, তক্ষক
কর্ম, চর্মকার।
অদ্রিতলে শিলাখন্ড- দৃষ্টি অগোচরে,
বহ অদ্রিভার!
কত রাজ্য, কত রাজা গড়িছ নীরবে
হে পূজ্য, হে প্রিয়!
একত্বে বরেণ্য তুমি, শরণ্য এককে
আত্মার আত্মীয় ।
খ) স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন, তেমনি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠতা ও
ন্যায়পরায়ণতার । সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক, তাদের আবেদন-নিবেদনে
ফল হয় না । যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী, সেখানে দু’চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা
সহ্য করতে হয়, দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু মানুষ ও জাতি হিসেবে মাথা তুলে দাড়াতে হলে সে কষ্ট
সহ্য না করে উপায় নেই ।
৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: -৩০
১. চর্যাপদের ধর্মমত সম্পর্কে ধারণা দিন।
২. ডাক ও খনার বচন এর বৈশিষ্ট্য আলোচনা করুন।
৩. বড়ু চন্ডীদাসের পরিচয় দিন।
৪. বৈষ্ণব পদাবলী কি? এগুলো কোন শতাব্দী রচনা ?
৫. বাংলা সাহিত্যের ইতিহাসে চৈতন্যদেব কেন স্মরণীয়?
৬. মধ্যযুগের সাহিত্যের সাথে আধুনিক যুগের সাহিত্যের মৌলিক পার্থক্য কি?
৭. রোসাঙ্গ রাজসভার পৃষ্ঠপোষকতায় কি ধরনের সাহিত্য রচিত হয়? সেই সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দিন।
৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন বাংলা গদ্যের জনক বলা হয়?
৯. রবীন্দ্রনাথের ছোটগল্পের ‘নারী-ব্যক্তিত্ব’ শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন ।
১০. ‘বীরবলী গদ্যে’র স্রষ্টা কে? এ গদ্যের বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করুন।
১১. নজরুলের কথাসাহিত্যে নিম্নবর্গের জীবন সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করুণ।
১২. ‘কল্লোল-যুগ’ বলতে কি বুঝায়? এ যুগের সাহিত্যকে কেন ‘ত্রিশোত্তর সাহিত্য’ বলা হয়?
১৩. অ্যাবসার্ড নাটক কী ? বাংলাদেশে যে-সব নাট্যকার অ্যাবসার্ড নাটক লিখেছেন তাদের নাম উল্লেখ করুন।
১৪. শামসুর রহমান এর কবি-প্রতিভার পরিচয় দিন।
১৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক যে কোন একটি উপন্যাসের ঘটনাংশ বর্ণনা করুন।

Post a Comment