Header Ads

ad

29th BCS Bengali Written

বিষয় কোড : ০০২
নির্ধারিত সময়- ৩ ঘন্টা; পূর্ণমান- ১০০


১.   যে কোন একটি বিষয়ে রচনা লিখুন:                                                                                                     -৪০
      ক) ভাষা আন্দোলনভিত্তিক বাংলা সাহিত্য;
      খ) নারী শিক্ষা উন্নয়ন;
      গ) বিশ্ব জলবায়ু পরিবর্তন;
      ঘ) ভেজাল বিরোধী অভিজান;
      ঙ) বাংলাদেশে তথ্য অধিকার ।

২.   বন্ধনীর মধ্যে উল্লিখিত সংকেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন:                                                                  -৪০
      ক) ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি:
           (ইন্টারনেট কি? ইন্টারনেটের ব্যবহার; ইন্টারনেট ব্যবহারের সুবিধা; ইন্টারনেট ব্যবহারের অসুবিধা; তথ্য-
           প্রযুক্তি ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজনীয়তা; ইন্টারনেটের সহজলভ্যতা; ইন্টারনেটের সম্প্রসারণ; ইন্টারনেট 
           ব্যবহারে সরকারি ও বেসরকারি সহযোগিতা।)
      খ) বাংলাদেশের পর্যটন শিল্প:
           (ভ্রমণ ও পর্যটন; সংজ্ঞার্থ  ও পরিচয়; পর্যটনের যৌক্তিকতা; উদ্দেশ্য ও পদ্ধতি; বাংলাদেশ পর্যটন শিল্প
           বিকাশের প্রেক্ষাপট; বাংলাদেশ পর্যটন শিল্পের হালচাল; বেসরকারি খাতে পর্যটন; পর্যটনের নীতিমালা;
           বাংলাদেশে বিদেশি পর্যটকদের আগমন; আন্তর্জাতিক পর্যটন; সেবা হিসেবে পর্যটন; পর্যটন তথ্য-সার্ভিস;
           বাংলাদেশ পর্যটন শিল্পে সংকটসমূহ; পর্যটন শিল্পের উন্নয়নে সুপাারিস; উপসংহার।)

      গ) বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন:
           (বিশ্বায়নের ধারণা; বিশ্বায়নের গতিপ্রকৃতি; বিশ্বায়নের নানাদিক; বিশ্বায়ন বনাম তৃতীয় বিশ্ব; বিশ্বায়নের
           পাঁচটি ইতিবাচক দিক; বিশ্বায়নের পাঁচটি নেতিবাচক দিক; বাংলাদেশ কি বিশ্বায়নের চ্যালেঞ্জ গ্রহণ করতে 
           সক্ষম? ধনবান দেশগুলোর দৃষ্টিভঙ্গি; W.TO সহ আন্তর্জাতিক সংস্থা সমূহের ভূমিকা।)
৩.   যে কোন একটি বিষয়ে পত্র লিখুন:                                                                                                       -২০
       ক) শিক্ষা কমিশন রিপোর্টের কতিপয় প্রস্তাব সম্পর্কে মতামত জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি লিখুন।
       খ) আপনার এলাকার একজন সাদা মনের মানুষের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য একটি মানপত্র রচনা করুন ।
       গ) মফস্বলের কোন প্রতিষ্ঠান থেকে ঢাকার কোন প্রতিষ্ঠানের এজেন্সি চেয়ে বাণিজ্যিক পত্র লিখুন ।



No comments