30th BCS Bengali Written
বিষয় কোড : ০০১
নির্ধারিত সময়- ৩ ঘন্টা; পূর্ণমান- ১০০
১. বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদির শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন: -৬
ক) অস্তমান সূর্য দেখতে পর্যটকরা সমুদ্রের সৈকতে ভীড় করেছে ।
খ) তিনি স্বস্ত্রীকে বাহিরে গেছেন।
গ) সকল ছাত্রদের অবগতির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ।
ঘ) অন্তরের অন্তস্থল থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি।
ঙ) মরুভূমিতে বিচরণ করলে অনেক সময় মরুদ্যানের সন্ধান পাওয়া যায় ।
চ) আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
ছ) আবশ্যকীয়ভাবে কার্পণ্যতা করা অনুচিত।
জ) নতুন নতুন ছেলেগুলি বড়ই উৎপাত করছে।
ঝ) তার মত কৃতি ছাত্র খুব কম দেখা যায়।
ঞ) বিমানে সিলেটগামী অভ্যন্তরীণ ফ্লাইট দেরীতে ছাড়বে।
ট) ছাত্রদের কঠোর অধ্যাবসায় প্রশংসনীয়।
খ) শূন্যস্থান পূরণ করুন: -৬
কালোবাজারিতে টাকা করে রফিক সাহেব এখন সমাজে_________ হয়ে উঠেছেন।তাদের মত মানুষের______
জীবন-যাপনে_________ প্রকাশ পায়। কিন্তু চিন্তাভাবনার ক্ষেত্রে তারা_________ কে অতিক্রম করতে পারে
না। তাই সমাজ ও সংসার সম্পর্কে তাদের কোন_________ জন্মে না। ফলে তারা ______ভাসিয়ে দেয় ।
গ) নিচের ছয়টি পূর্ণবাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন: -৬
অতি দর্পে হত লঙ্কা ।
ঘ) নিম্নলিখিত শব্দগুলো দিয়ে বাক্য রচনা করুন: -৬
অধ্যাদেশ, প্রজ্ঞাপন, প্রাক্কলন, প্রেষণ, অবকাশ বিভাগ, সর্বমেষ বেতনপত্র ।
ঙ) নির্দেশ অনুযায়ী বাক্য রূপান্তর করুন: -৬
ক) না গেলে দেখতে পাবে না। (যৌগিক বাক্য)
খ) আপনি যদি চান তবে আমি আগামীকাল আসতে পারি। (সরল বাক্য)
গ) সৎ পথে চলো দেখবে জীবনে উন্নতি হবে। (সরল বাক্য)
ঘ) তিনি আর এ পথ মাড়ান না।(জটিল বাক্য)
ঙ) যদি বারণ কর তবে গান গাবো না। (সরল বাক্য)
চ) সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। (না বাচক বাক্য)
২. যেকোনো একটি প্রবাদের ভাব সম্প্রসারণ করুন(অনধিক ২০টি বাক্য): -২০
ক) নাচতে না জানলে উঠান বাঁকা।
খ) অল্প জলের তিতপুটি, তার এত ছটফটি।
৩. সারমর্ম/সারাংশ লিখুন: -২০
খ) হিন্দুত্ব মুসলমানত্ব দুই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব দাড়িত্ব অসহ্য, কেননা ওই দুটোই মারামারি বাধায়।
টিকিত্ব হিন্দুত্ব নয়, ওটা হয়তো পান্ডিত্য। তেমনি দাড়িও ইসলামত্ব নয়, ওটা মোল্লাত্ব । এই টিকিত্ব মার্কা চুলের
গোছা নিয়েই আজ এত চুলোচুলি। আজ যে মারামারিটা বেধেছ, সেটা্ও এই পন্ডিত-মোল্লার মারামারি, হিন্দু-
মুসলমানের মারামারি নয়। নারায়ণের গদ্য আর আল্লাহর তলোয়ার কোনদিনই ঠোকাঠুকি বাধঁবে না, কারন
দুজনেই এক, তার এক হাতের অস্ত্র তারঁই আরেক হাতের উপর পড়বে না ।
৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: -৩০
ক) চর্যাপদের পদকর্তাদের সম্পর্কে ধারণা দিন।
খ) নাথ সাহিত্য কাকে বলে? এই সাহিত্যের প্রধান কবি কে?
গ) দুজন বৈষ্ণব পদকর্তা পরিচয় দিন।
ঘ) মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য গুলো লিখুন।
ঙ) জীবনী সাহিত্য বলতে কি বুঝেন?
চ) রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।
ছ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বাংলা উপন্যাসের জনক’ বলা হয় কেন?
জ) বাংলা সাহিত্যে ‘অন্ধকার যুগ’ বলতে কি বুঝায়?
ঝ) বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের তিনটি অবদানের বর্ণনা দিন।
ঞ) ‘বিষাদ সিন্ধু’ গ্রন্থের জনপ্রিয়তার কারণ কি?
ট) বাংলা সাহিত্যে ‘সবুজপত্র’ পত্রিকার অবদান সম্পর্কে লিখুন।
ঠ) ‘ধূসর পান্ডুলিপি’ কাব্য কে রচনা করেন? তার কাবি মানসের পরিচয় দিন।
ড) বিয়োগান্ত নাটক কাকে বলে? এর বৈশিষ্ট্য কি?
ঢ) পথনাটক কাকে বলে? নাট্যকারের নাম সহ দুটি পথনাটকের নাম লিখুন।
ণ) মুক্তিযুদ্ধভিত্তিক পাচঁটি উপন্যাস-এর নাম লিখুন।
ক) অস্তমান সূর্য দেখতে পর্যটকরা সমুদ্রের সৈকতে ভীড় করেছে ।
খ) তিনি স্বস্ত্রীকে বাহিরে গেছেন।
গ) সকল ছাত্রদের অবগতির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ।
ঘ) অন্তরের অন্তস্থল থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি।
ঙ) মরুভূমিতে বিচরণ করলে অনেক সময় মরুদ্যানের সন্ধান পাওয়া যায় ।
চ) আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
ছ) আবশ্যকীয়ভাবে কার্পণ্যতা করা অনুচিত।
জ) নতুন নতুন ছেলেগুলি বড়ই উৎপাত করছে।
ঝ) তার মত কৃতি ছাত্র খুব কম দেখা যায়।
ঞ) বিমানে সিলেটগামী অভ্যন্তরীণ ফ্লাইট দেরীতে ছাড়বে।
ট) ছাত্রদের কঠোর অধ্যাবসায় প্রশংসনীয়।
খ) শূন্যস্থান পূরণ করুন: -৬
কালোবাজারিতে টাকা করে রফিক সাহেব এখন সমাজে_________ হয়ে উঠেছেন।তাদের মত মানুষের______
জীবন-যাপনে_________ প্রকাশ পায়। কিন্তু চিন্তাভাবনার ক্ষেত্রে তারা_________ কে অতিক্রম করতে পারে
না। তাই সমাজ ও সংসার সম্পর্কে তাদের কোন_________ জন্মে না। ফলে তারা ______ভাসিয়ে দেয় ।
গ) নিচের ছয়টি পূর্ণবাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন: -৬
অতি দর্পে হত লঙ্কা ।
ঘ) নিম্নলিখিত শব্দগুলো দিয়ে বাক্য রচনা করুন: -৬
অধ্যাদেশ, প্রজ্ঞাপন, প্রাক্কলন, প্রেষণ, অবকাশ বিভাগ, সর্বমেষ বেতনপত্র ।
ঙ) নির্দেশ অনুযায়ী বাক্য রূপান্তর করুন: -৬
ক) না গেলে দেখতে পাবে না। (যৌগিক বাক্য)
খ) আপনি যদি চান তবে আমি আগামীকাল আসতে পারি। (সরল বাক্য)
গ) সৎ পথে চলো দেখবে জীবনে উন্নতি হবে। (সরল বাক্য)
ঘ) তিনি আর এ পথ মাড়ান না।(জটিল বাক্য)
ঙ) যদি বারণ কর তবে গান গাবো না। (সরল বাক্য)
চ) সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। (না বাচক বাক্য)
২. যেকোনো একটি প্রবাদের ভাব সম্প্রসারণ করুন(অনধিক ২০টি বাক্য): -২০
ক) নাচতে না জানলে উঠান বাঁকা।
খ) অল্প জলের তিতপুটি, তার এত ছটফটি।
৩. সারমর্ম/সারাংশ লিখুন: -২০
ক) হে মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক
গদ্যের কড়া হাতুড়িকে আঘাত হানো!
প্রয়োজন নেই, কবিতার সগ্ধিতা-
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি’
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়;
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
খ) হিন্দুত্ব মুসলমানত্ব দুই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব দাড়িত্ব অসহ্য, কেননা ওই দুটোই মারামারি বাধায়।
টিকিত্ব হিন্দুত্ব নয়, ওটা হয়তো পান্ডিত্য। তেমনি দাড়িও ইসলামত্ব নয়, ওটা মোল্লাত্ব । এই টিকিত্ব মার্কা চুলের
গোছা নিয়েই আজ এত চুলোচুলি। আজ যে মারামারিটা বেধেছ, সেটা্ও এই পন্ডিত-মোল্লার মারামারি, হিন্দু-
মুসলমানের মারামারি নয়। নারায়ণের গদ্য আর আল্লাহর তলোয়ার কোনদিনই ঠোকাঠুকি বাধঁবে না, কারন
দুজনেই এক, তার এক হাতের অস্ত্র তারঁই আরেক হাতের উপর পড়বে না ।
৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: -৩০
ক) চর্যাপদের পদকর্তাদের সম্পর্কে ধারণা দিন।
খ) নাথ সাহিত্য কাকে বলে? এই সাহিত্যের প্রধান কবি কে?
গ) দুজন বৈষ্ণব পদকর্তা পরিচয় দিন।
ঘ) মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য গুলো লিখুন।
ঙ) জীবনী সাহিত্য বলতে কি বুঝেন?
চ) রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।
ছ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বাংলা উপন্যাসের জনক’ বলা হয় কেন?
জ) বাংলা সাহিত্যে ‘অন্ধকার যুগ’ বলতে কি বুঝায়?
ঝ) বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের তিনটি অবদানের বর্ণনা দিন।
ঞ) ‘বিষাদ সিন্ধু’ গ্রন্থের জনপ্রিয়তার কারণ কি?
ট) বাংলা সাহিত্যে ‘সবুজপত্র’ পত্রিকার অবদান সম্পর্কে লিখুন।
ঠ) ‘ধূসর পান্ডুলিপি’ কাব্য কে রচনা করেন? তার কাবি মানসের পরিচয় দিন।
ড) বিয়োগান্ত নাটক কাকে বলে? এর বৈশিষ্ট্য কি?
ঢ) পথনাটক কাকে বলে? নাট্যকারের নাম সহ দুটি পথনাটকের নাম লিখুন।
ণ) মুক্তিযুদ্ধভিত্তিক পাচঁটি উপন্যাস-এর নাম লিখুন।

Post a Comment