Header Ads

ad

34th BCS Bengali Written

বিষয় কোড : ০০২
নির্ধারিত সময়- ৩ ঘন্টা; পূর্ণমান- ১০০


১.   যে কোন একটি বিষয়ে রচনা লিখুন:                                                                                                     -৪০
      ক) বাংলাদেশ রাষ্ট্রের উত্থানে নারীর অবদান;
      খ) তথ্যপ্রযুক্তি ও নতুন গণমাধ্যম;
      গ)  বাংলাদেশের পোশাক-শিল্পে বৈদেশিক বিনিয়োগ: সংকট ও সম্ভাবনা;
      ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর: কবি ও কর্মী;
      ঙ) বিকেন্দ্রীকরণ ও পল্লী উন্নয়ন

২.   বন্ধনীর মধ্যে উল্লিখিত সংকেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন:                                                                  -৪০
      ক) জনসংখ্যা সমস্যা জন-সম্পদে রুপান্তরে কর্মমুখী শিক্ষা :
           ( কর্মমুখী শিক্ষা কি? বর্তমান শিক্ষা ব্যবস্থা; কর্মমুখী শিক্ষার গুরুত্ব; বাংলাদেশে কর্মমুখী শিক্ষার বর্তমান
           পরিস্থিতি; যুগোপযোগী নতুন নতুন ক্ষেত্রে কর্মমুখী শিক্ষার প্রসার; প্রশিক্ষিত জন-সম্পদের কর্মসংস্থানের 
           উদ্যোগ; শ্রমবাজারে প্রশিক্ষিত জন-সম্পদের ভূমিকা)
      খ) সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ :
           (সাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্রের জন্ম, ধর্মনিরপেক্ষতা ও বাংলাদেশের সংবিধান, ধর্ম
           ও রাষ্ট্রের সম্পর্ক; বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি; সম্প্রীতির লক্ষ্যে করনীয়)

      গ) লৈঙ্গিক সমতাবোধ :
           (লৈঙ্গিক সমতার ধারণা; কেনো বিভাজন?; অসমতা কি প্রাকৃতিক?; অসমতার উৎসে সমাজের ভূমিকা;
           সমতা ও সামাজিক প্রগতি;  নারী-পুরুষ-যৌথতা ও ভবিষ্যতের বাংলাদেশ)
৩.   যে কোন একটি বিষয়ে পত্র লিখুন:                                                                                                       -২০
       ক) আপনার এলাকার অনুন্নত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রভূত উন্নয়নকারী একজন বিদ্যুৎসাহী প্রবীণ শিক্ষকের
            সংবর্ধনা উপলক্ষে একটি মানপত্র রচনা করুন
       খ) আপনার শহরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাঠ সহকারী স্থাপনের কাজে ব্যবহার করার সিদ্ধান্ত হওয়ার
           নাগরিক জীবনে সমন্বয়ধর্মী দেশজ সংস্কৃতি চর্চায় নেতিবাচক প্রভাব পড়তে পারে- এ আশঙ্কা জানিয়ে এবং 
           মাঠটির সাংস্কৃতিক গুরুত্ব ব্যাখ্যা করে একে রক্ষার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের নিকট আবেদনপত্র 
           লিখুন। 
       গ) রাজধানীর কোন বিশিষ্ট পুস্তক প্রকাশক ও বিক্রেতা অনুমোদিত এজেন্সি চেয়ে আবেদনপত্র লিখুন

      

No comments