34th BCS Bengali Written
বিষয় কোড : ০০১
নির্ধারিত সময়- ৩ ঘন্টা; পূর্ণমান- ১০০
১. বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদির শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন: -৬
ক) তিনি সচ্ছল পরিবারের সন্তান।
খ) এ খবরটি অত্যন্ত বেদনাদায়ক।
গ) মুখস্তবিদ্যা পরিহার করা দরকার।
ঘ) তিনি পৈত্রিক ভিটার বসবাস করেন।
ঙ) সুশিক্ষিত ব্যাক্তি মাত্রই সশিক্ষিত।
চ) এটি একটি অনুবাদিত গ্রন্থ।
ছ) আমি অপমান হয়েছি।
জ) এ ব্যাক্তি সকলের মাঝে বয়স্ক।
ঝ) এ তো তার দুর্লভ সৌভাগ্য।
ঞ) তোমার সঙ্গে আামার একটা গোপন সম্পর্ক আছে।
ট) বালকটি আারোগ্য হয়েছে।
ঠ) ষাভার ট্রাজেডির শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবি, বিজ্ঞানী, দার্শনিক প্রমুখগণ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
খ) শূন্যস্থান পূরণ করুন: -৬
১. সুখের দিনে অমন______মাছি কত দেখা যায়।
২. পরীক্ষায় পাশ করার জন্য সে______পণ করেছে।
৩. তার সঙ্গে______দেখা হয়।
৪. তাঁর অকালমৃত্যু এ সংসারে______হয়ে দেখা দিল।
৫. ছলের টাকা______যায়।
৬. আমার কাধেঁ ভারী জোয়াল, তুমি তো ভাই______।
গ) নিচের ছয়টি পূর্ণবাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন: -৬
আগে-পিছে লন্ঠণ, কাজের বেলায় ঠনঠন।
ঘ) নিম্নলিখিত শব্দগুলো দিয়ে বাক্য রচনা করুন: -৬
টনক নড়া; ডামাঢোল; কাষ্ঠহাসি; গোড়ায় গলদ; লেফাফা দুরস্থ; লেজে গোবরে।
ঙ) পরিভাষা লিখুন: -৬
Abrogate, Booking, Bibliography, Execute, Agenda, Deed
২. ভাব সম্প্রসারণ করুন(অনধিক ২০টি বাক্য): -২০
ক) মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় ।
৩. সারমর্ম/সারাংশ লিখুন: -২০
খ) নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: -৩০
ক) “চর্যাপদ” কত সালে এবং কোন স্থান থেকে উদ্ধার করা হয়?
খ) বাংলা লিপির উৎস কী?
গ) “মোসলেম ভারত” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ঘ) “চণ্ডিদাস” সমস্যা কী?
ঙ) আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চা করেছেন এমন দুইজন লেখকের নাম লিখুন ।
চ) বাংলা সাহিত্যে “ভোরের পাখি” কে? কেনো তাকে “ভোরের পাখি” বলা হয়েছে?
ছ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কী? কোন প্রতিষ্ঠান থেকে “বিদ্যাসাগর” উপাধি লাভ করেন?
জ) বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিনিধিত্বশীল চারটি ভাষাগোষ্ঠীর নাম লিখুন ।
ঝ) রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি নাটকের নাম লিখুন ।
ঞ) বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম লিপিবদ্ধ করুন।
ট) বাংলাদেশের প্রথম কোথায় ও করে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল?
ঠ) “মজলুম আদিব” কে? এ নামে তিনি কোন গ্রন্থ রচনা করেন?
ড) রশীদ করিমের চরটি উপন্যাসের নাম লিখুন ।
ঢ) “পৃথক পলঙ্কে”র লেখক কে? তিনি কোন সনে মৃত্যুবরণ করেন?
ণ) “বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস” কী? এর লেখক কে?
খ) এ খবরটি অত্যন্ত বেদনাদায়ক।
গ) মুখস্তবিদ্যা পরিহার করা দরকার।
ঘ) তিনি পৈত্রিক ভিটার বসবাস করেন।
ঙ) সুশিক্ষিত ব্যাক্তি মাত্রই সশিক্ষিত।
চ) এটি একটি অনুবাদিত গ্রন্থ।
ছ) আমি অপমান হয়েছি।
জ) এ ব্যাক্তি সকলের মাঝে বয়স্ক।
ঝ) এ তো তার দুর্লভ সৌভাগ্য।
ঞ) তোমার সঙ্গে আামার একটা গোপন সম্পর্ক আছে।
ট) বালকটি আারোগ্য হয়েছে।
ঠ) ষাভার ট্রাজেডির শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবি, বিজ্ঞানী, দার্শনিক প্রমুখগণ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
খ) শূন্যস্থান পূরণ করুন: -৬
১. সুখের দিনে অমন______মাছি কত দেখা যায়।
২. পরীক্ষায় পাশ করার জন্য সে______পণ করেছে।
৩. তার সঙ্গে______দেখা হয়।
৪. তাঁর অকালমৃত্যু এ সংসারে______হয়ে দেখা দিল।
৫. ছলের টাকা______যায়।
৬. আমার কাধেঁ ভারী জোয়াল, তুমি তো ভাই______।
গ) নিচের ছয়টি পূর্ণবাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন: -৬
আগে-পিছে লন্ঠণ, কাজের বেলায় ঠনঠন।
ঘ) নিম্নলিখিত শব্দগুলো দিয়ে বাক্য রচনা করুন: -৬
টনক নড়া; ডামাঢোল; কাষ্ঠহাসি; গোড়ায় গলদ; লেফাফা দুরস্থ; লেজে গোবরে।
ঙ) পরিভাষা লিখুন: -৬
Abrogate, Booking, Bibliography, Execute, Agenda, Deed
২. ভাব সম্প্রসারণ করুন(অনধিক ২০টি বাক্য): -২০
ক) মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় ।
৩. সারমর্ম/সারাংশ লিখুন: -২০
ক) হে চিরদীপ্ত, সুপ্তি ভাসাও
জাাগার গানে;
তোমার শিখাটি উঠুক জ্বলিয়া
সবার প্রাণে।
ছায়া ফেলিয়াছে প্রলয়ের নিশা,
আঁধারে ধরনী হারায়েছে দিশা।
তুমিও দাও বুকে অমৃতের তৃষা
আলোর ধ্যানে!
ধ্বংস তিলক ্োঁকে চক্রীরা
বিশ্ব-ভালে।
হৃদয় ধর্ম বাঁধা পরিয়াছে
স্বার্থ-জালে।
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে
নিন্দুক সে তা ছায়ার মতো থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নি:স্ব করে পবিত্রতা আনে
সাধকজনে বিস্তারিতে তার মতো কে জানে?
৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: -৩০
ক) “চর্যাপদ” কত সালে এবং কোন স্থান থেকে উদ্ধার করা হয়?
খ) বাংলা লিপির উৎস কী?
গ) “মোসলেম ভারত” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ঘ) “চণ্ডিদাস” সমস্যা কী?
ঙ) আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চা করেছেন এমন দুইজন লেখকের নাম লিখুন ।
চ) বাংলা সাহিত্যে “ভোরের পাখি” কে? কেনো তাকে “ভোরের পাখি” বলা হয়েছে?
ছ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কী? কোন প্রতিষ্ঠান থেকে “বিদ্যাসাগর” উপাধি লাভ করেন?
জ) বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিনিধিত্বশীল চারটি ভাষাগোষ্ঠীর নাম লিখুন ।
ঝ) রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি নাটকের নাম লিখুন ।
ঞ) বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম লিপিবদ্ধ করুন।
ট) বাংলাদেশের প্রথম কোথায় ও করে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল?
ঠ) “মজলুম আদিব” কে? এ নামে তিনি কোন গ্রন্থ রচনা করেন?
ড) রশীদ করিমের চরটি উপন্যাসের নাম লিখুন ।
ঢ) “পৃথক পলঙ্কে”র লেখক কে? তিনি কোন সনে মৃত্যুবরণ করেন?
ণ) “বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস” কী? এর লেখক কে?

Post a Comment